ফের ৩ দিনের রিমান্ডে ইনু-মেনন

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাদের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইনু-মেনন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আন্দোলনে গুলির নির্দেশ দেন। তাদের জিজ্ঞাসাবাদ করে সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করছি। এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান।

এ সময় ইনুর আইনজীবী আদালতে শুনানিতে বলেন, আন্দোলনের সময় আসামি ইনু এমপি ছিলেন না। আন্দোলনের সময় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি। বরং তিনি যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। আসামি ইনু পাকিস্তান পিরিয়ডে নামকরা ফুটবলার ছিলেন। তিনি গোলরক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি খেলা ছেড়ে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান বর্ষীয়ান রাজনীতিবিদ। তার বয়স হয়েছে। তাকে জামিন দেন। শুনানি শেষে আদালত আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২২ অগাস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৬ অগাস্ট উত্তরা থেকে গ্রেপ্তার হন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। গ্রেপ্তারের পর তাদের দুজনকেই কয়েক দফা রিমান্ডে নিয়েছে পুলিশ।