ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ পুরো ২০ ওভারই করলেন স্পিনাররা, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

পেস বোলিং পিচের জন্য সুপরিচিত দক্ষিণ আফ্রিকা ব্যতিক্রমী এক ইতিহাস গড়েছে। টি-টোয়েন্টি ম্যাচের এক ইনিংসে পুরো ২০ ওভারই স্পিনাররা করেছেন দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম এবং টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বার এমন দৃশ্য দেখা গেছে। নজির গড়ার ম্যাচটিতে অবশ্য জয়ও পেয়েছে জো রুট, মুজিব-উর রহমান ও দুনিথ ভেল্লালাগের দল পার্ল রয়্যালস।পার্লের বোল্যান্ড পার্কে গতকাল (শনিবার) এসএ-২০ টুর্নামেন্টে মুখোমুখি হয় স্বাগতিক পার্ল রয়্যালস ও প্রিটোরিয়া ক্যাপিটালস। লো স্কোরিং ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে পার্ল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। তাদের পক্ষে ইংলিশ তারকা রুট সর্বোচ্চ ৭৮ এবং ডেভিড মিলার ২৯ রান করেছেন। পরবর্তীতে লক্ষ্য তাড়ায় নামা প্রিটোরিয়াকে স্পিন ঘূর্ণিতে কাবু করেছে পার্ল। কোনো পেসার ব্যবহার না করেই তারা প্রতিপক্ষকে ১২৯ রানে আটকে দেয়। ১১ রানের এই জয়ে সবার আগেই এসএ টোয়েন্টির চলতি আসরে প্লে-অফ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

জয়ের দৌড়ে পাঁচজন স্পিনারই ব্যবহার করেছে পার্ল। এর মধ্যে একজন বাদে বাকিরা উইকেট পেয়েছেন। মুজিব, রুট ও বর্ন ফরচুইন সর্বোচ্চ ২টি করে এবং ভেল্লালাগে শিকার করেন ১ উইকেট। অন্যদিকে, প্রিটোরিয়ার পক্ষে সর্বোচ্চ উইল জ্যাকস ৫৬ এবং কাইল ভেরাইনে ৩০ রান করেন। এর বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি দলটির আর কোনো ব্যাটার।

তবে ম্যাচটিতে ফলাফলের চেয়ে আলোচনায় পার্ল রয়্যালসের স্পিনারদের করা পুরো ২০ ওভার বা ১২০ বল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম ঘটল। সেটি কাজেও এসেছে পার্লের। স্পিন ঘূর্ণির মুখে প্রিটোরিয়ার মাত্র দুজনই উল্লেখযোগ্য রান পেয়েছেন, তাও তাদের ইনিংস ছিল ধীরগতির। এর সঙ্গে ছিল দারুণ ব্যাটিং বিপর্যয়, যা পরিশেষে দলের হারই নিশ্চিত করেছে। ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করা পার্লের ৭ ম্যাচে সবচেয়ে বেশি পয়েন্ট ২৪। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমআই কেপটাউন দুইয়ে রয়েছে।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট এসএলসি টোয়েন্টি-২০ তে প্রথমবার পুরো ম্যাচেই স্পিনারদের দিয়ে বোলিং করাতে দেখা গেছে। ২০ ওভার স্পিন বোলিং করে লঙ্কান ক্রিকেট ক্লাব বার্গার রিক্রিয়েশন ক্লাবকে হারায় ৪৪ রানে। দ্বিতীয়বার এমন চিত্র দেখা যায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। চীনের হাংজুতে অনুষ্ঠিত ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার স্পিনাররা পুরো ২০ ওভার করেছিলেন।

সেই ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মাত্র ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান তুলতে পারে। পরে বাংলাদেশও স্পিনারদের দিয়ে করায় ১৫ ওভার। বাকি ৫ ওভার করেন পেসাররা। স্লো ট্র্যাকের পিচে ম্যাচটি অবশ্য ২ রানে জিতে নেয় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে মালয়েশিয়া নির্ধারিত ওভারে ১১৪ রান তুলতে করতে সক্ষম হয়।