বিনোদন ডেস্ক রিপোর্টঃ
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা তার পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন। মালাইকার ফ্ল্যাট ভাড়ার খবরে নানা প্রশ্ন বাসা বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন।মাসিক দেড় লক্ষ রুপিতে খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সের কাছে তিন বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন অভিনেত্রী।
জানা যায়, প্রতি বছর ৫ শতাংশ করে ভাড়া বাড়বে। এছাড়াও বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে সেটিও না কি ভাড়া দিবেন অভিনেত্রী।যদিও মালাইকা নিজে যে বাড়িতে থাকেন বান্দ্রা এলাকাতেই, সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি রুপি।