বইমেলায় সুজন সুপান্থ’র ‘এইরূপে প্রেম ফোটে’

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সাজ্জাদ হোসেন :

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে সুজন সুপান্থ’র কবিতার বই ‘এইরূপে প্রেম ফোটে’। বইটি প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন। বইমেলায় স্বপ্ন’৭১–এর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইমেলায় স্টল নম্বর ৭৫৩। একই স্টলে পাওয়া যাচ্ছে লেখকের মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’ ও ‘মেঘের ভেতর মীন’। গত বছর ‘নীল সার্কাসের ঘোড়া’ মুক্তগদ্যের বইটি বিপুল পাঠকপ্রিয়তা পায়।‘এইরূপে প্রেম ফোটে’ বইটির প্রচ্ছদ করেছেন মাহফুজ রহমান। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ২৫ শতাংশ কমিশনে ১৫০ টাকায় ‘এইরূপে প্রেম ফোটে’ পাওয়া যাচ্ছে। বইমেলা ছাড়াও রকমারি ডটকমে অর্ডার করেও বই সংগ্রহ করা যাবে।

এর আগে, ২০২০ সালে ‘মেঘের ভেতর মীন’; ২০২৪ সালে ‘নীল সার্কাসের ঘোড়া’ নামে সুজন সুপান্থ’র দুটি মুক্তগদ্যের বই প্রকাশ হয়। ২০১৩ সালে তার প্রথম কবিতার বই ‘বুকের ভেতর বাবুই–বাসা’; ২০১৪ সালে ‘পাখিদের রাশিফল’ও ২০১৮ সালে ‘বিষণ্ণ জোকারের হাসি’ নামে তিনটি বই প্রকাশ হয়।

‘এইরূপে প্রেম ফোটে’ বইটি নিয়ে সুজন সুপান্থ বলেন, ‘যে মানুষ একবার প্রেমে পড়ে, সে আর ফেরে না কখনো। ফেরে অন্য কেউ। সেই অন্য কেউ হয়ে দেখেছি—দ্বিধা-দ্বন্দ্ব ও দুঃখ পেরিয়ে সামনে এসে দাঁড়ায় বুক ঝিম হওয়া প্রাচীন হাওয়া। সে কি কেবলই হাওয়া? প্রেম নয়?’

তিনি বলেন, ‘তাহলে কী রূপে ফোটে প্রেম?—উড়ে চলা এই রহস্যের উত্তরীয় জড়িয়ে দেখুন, কীভাবে প্রেমিক-প্রেমিকার হাত ধরে নিশ্চিন্তে পেরিয়ে যাচ্ছেন বড় রাস্তার জেব্রাক্রসিং…।’