কথায় আছে, যদি বউয়ের জন্মদিন মনে রাখতে চান, তাহলে একবার তা ভুলে যান। বাকি জীবন না ভোলার ব্যবস্থা বউই করে দেবে।আসলে ভুলোমনের বিবাহিত পুরুষ মাত্রই জানেন বউয়ের জন্মদিন ভুলে যাওয়ার জ্বালা।
তবে বউয়ের জন্মদিন ভোলার অপরাধে যদি আদালতে গিয়ে জরিমানা গুনতে হয় তাহলে সেটা বাড়াবাড়ি মনে হতেই পারে।
আপনি যদি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়ার বাসিন্দা হন তাহলে এই শাস্তিই পেতে হবে। কারণ বউয়ের জন্মদিন ভুলে যাওয়া দেশটিতে দণ্ডনীয় অপরাধ! আর সেই অপরাধে আদালতে গিয়ে
জরিমানা দিতে হবে এবং সেই জরিমানার অর্থও আপনার স্ত্রীর হাতে বউয়ের হাতে! আর যদি আপনার স্ত্রী চান, তাহলে তিনি নিজেই আদালতে গিয়ে অভিযোগ জানাতে পারেন।
নিশ্চয় ভাবছেন ভাগ্যিস ওই দেশে জন্ম হয়নি!