বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

বক্সিং কিংবদন্তির জর্জ ফোরম্যান মারা গেছেন। দু’বারের হেভিওয়েট এ বিশ্বচ‍্যাম্পিয়ন শুক্রবার যুক্তরাষ্ট্রে তাঁর বাড়িতেই মারা যান। তাঁর পরিবার এই খবর জানিয়েছে।

শুক্রবার তাঁর মৃত্যুর সংবাদ পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে। ফোরম্যানের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌হৃদয়বিদারক খবর। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান আর নেই। ২১ মার্চ তিনি মারা গেছেন।’‌ খবর- বিবিসি

ফোরম্যানের বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ফোরম্যান ছিলেন দুবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন। জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে।

বক্সিংয়ের আরেক কিংবদন্তি মোহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ এ লড়েছিলেন জর্জ ফোরম্যান। ১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হন। হারিয়েছিলেন অপ্রতিরোধ্য জো ফ্রেজিয়ারকে। কিন্তু ১৯৭৪ সালে তিনি হেরে গিয়েছিলেন আরেক কিংবদন্তি মোহম্মদ আলীর কাছে। এরপর আচমকাই তিনি বক্সিং থেকে উধাও হয়ে যান। রিংয়ে আচমকাই ফেরেন ১৯৯৪ সালে। সেবার হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন মাইকেল মুরেরকে হারিয়ে।

১৯৭৪ সালে কিনশাসায় মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যান, ম্যাচটি ‌‘রাম্বল ইন দ্য জঙ্গল’ নামে পরিচিতি লাভ করে
১৯৭৪ সালে কিনশাসায় মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যান, ম্যাচটি ‌‘রাম্বল ইন দ্য জঙ্গল’ নামে পরিচিতি লাভ করে

সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ফোরম্যানের দখলে। খেতাব জিতেছিলেন ৪৬ বছর ১৬৯ দিন বয়সে। তাঁর ক্যারিয়ার রেকর্ড ৭৬-৫। তার মধ্যে ছিল ৬৮টি নকআউট।