বিনোদন ডেস্ক:
সময়টা মোটে ভালো যাচ্ছে না কঙ্গনা রনৌতের। গত ৮ বছরে সেভাবে হিটের মুখ দেখেননি বলিউডের ‘কুইন’। জাতীয় পুরস্কার এসেছে ঠিকই, তবে বক্স অফিসে সাফল্য নেই বললেই চলে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘তেজস’ ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। লাভের মুখ দেখা তো দূরের কথা মূলধনের টাকাও ঘরে তুলতে ব্যর্থ হয়েছে ছবিটি।
দেশের সর্বত্রই হল থেকে ছিটকে যাচ্ছে ‘তেজস’। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছবিটির শো প্রেক্ষাগৃহ থেকে শো নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার ৫০ কোটি টাকার লোকসান গুনতে হয়েছে কঙ্গনাকে। রনি স্ক্রিওয়ালা প্রযোজিত এই ছবি গত ২৭ অক্টোবর রিলিজ করেছিল। তবে মাত্র ৪.২৫ কোটি টাকা আয় করেই থেমে গিয়েছে ‘তেজস’-এর দৌড়।
৭০ কোটি টাকা ব্যয় করে এই সিনেমা তৈরি হয়েছে। তবে দেশে আয় করতে পারেনি সেভাবে। বিদেশের মাটিতে ৭০ লক্ষ টাকার ব্যবসা করতে পেরেছে। ‘তেজস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সবমিলিয়ে প্রযোজকের ঘরে ঢুকেছে ১৭ কোটি টাকা। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ডিস্ট্রিবিউটার মারফৎ এই ছবির বক্স অফিস কালেকশন ২.২৩ কোটি টাকা। শুধু যে প্রযোজকের কপালে ভাঁজ পড়েছে তা নয়, সিনেমার এমন ব্যবসার অঙ্ক কঙ্গনার ফিল্ম কেরিয়ারের জন্যও উদ্বেগজনক বলে মনে করছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা।
প্রসঙ্গত, পর পর ৫টি ছবি ফ্লপ কঙ্গনার। ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো দেখতে পারেনি। সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এর আগে কঙ্গনার জাজমেন্টাল হ্যায় কিয়া, পাঙ্গার মতো সিনেমাও হিটের মুখ দেখেনি। এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগ