বগুড়ায় খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ায় খাদ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচ এম আসিফ বিন ইকরাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শেরপুরের স্বরপাতা দইঘর ও রিংকী সুইটসে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মিষ্টি ও দই উৎপাদনের প্রক্রিয়া অপরিষ্কার ও নোংরা পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিতে ১৫ কেজি গন্ধ ও ফাঙ্গাসযুক্ত মাওয়া আর দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দের পর ধ্বংস করা হয়। এসব অপরাধে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা সহযোগিতা করেন।