বগুড়ায় চাঁদা চেয়ে ঘরের দরজায় পোস্টার, আতঙ্কে পরিবার

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে চাঁদার দাবিতে দুই বাড়ির দরজায় পোস্টার লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই পরিবারের সদস্যরা।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জিনইর গ্রামের নবীর উদ্দীনের ছেলে নয়ন ও তার প্রতিবেশী জামিলের বাড়িতে পোস্টার লাগিয়েছে দুর্বৃত্তরা। পোস্টারে লেখা ছিল, ‘নয়ন দুই দিনের মধ্যে বলাকার মোটরের হাউজের মধ্যে পাঁচ হাজার টাকা রাখবি, তা না হলে মাগরিবের নামাজের পর তোর রক্ত বের হয়ে যাবে।

ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজা খুলে দেখতে পান একটি পোস্টার লাগানো রয়েছে। সেখানে কে বা কারা পোস্টার লাগিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। পরিবারের লোকজনকে জানানোর পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি তিনি থানা পুলিশকে জানিয়েছেন। নয়নের প্রতিবেশী কৃষক জামিলের স্ত্রী জানান, তাদের সাথেও একই রকম ঘটনা ঘটেছে।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি কাগজে হাতে লিখে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় মাদকসেবীদের কাজ এটি। তার পরও এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।