বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নান্নু প্রামানিক নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত নান্নু লাহিড়ীপাড়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বক্স প্রামাণিকের ছেলে।
জানা যায়, তিনি মহাস্থান বন্দরে কটকটি ব্যবসা করেন। প্রতিদিনের মতো শনিবার রাতে নান্নু বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় লাহিড়ীপাড়া বন্দর এলাকায় রাস্তায় ছিনতাইকারীরা নান্নুর গতিরোধ করে অস্ত্রের মুখে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি তিনজন ছিনতাইকারীর মধ্যে একজনকে চিনতে পারেন। ছিনতাইকারীকে চিনতে পেরে তাকে নান্নু প্রামাণিক জাপটে ধরার চেষ্টা করেন। ছিনতাইকারীরা তখন তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার করলে এলাকাবাসী উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত নান্নু বলেন, আমি এক ছিনতাইকারীকে চিনে ফেলি। তার নাম ধরে ডাক দিয়ে তাকে জাপটে ধরলে অন্যরা আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি এস এম মইন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।