বগুড়া পলিটেকনিকের ১৩ ক্রাফট ইন্সট্রাকটরকে কোয়ার্টার ছাড়তে আল্টিমেটাম

বগুড়া প্রতিনিধি:
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কোয়ার্টারে থাকা ১৩ জন ক্রাফট ইন্সট্রাকটরকে কোয়ার্টার ছেড়ে দিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাতে তারা এই আল্টিমেটাম (সময়সীমা) দেন।
শিক্ষার্থীদের ছয়টি দাবির মধ্যে ছিল ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতি বন্ধ রাখা। কিন্তু উচ্চ আদালত ক্রাফট ইন্সট্রাটকরদের জুনিয়র ইন্সট্রাকটর হিসেবে পদোন্নতি দিতে রায় দেন। কিন্তু শিক্ষার্থীরা এ রায় মানছেন না।
পলিটেকনিকের সিভিল সপ্তম বর্ষের ছাত্র বেলাল হোসেন বলেন, ক্রাফট ইন্সট্রাকটররা ব্যবহারিক ক্লাস নিয়ে থাকেন। তারা কোনোভাবে জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি পাওয়ার যোগ্য নন। ক্রাফট ইন্সট্রাকটররা আমাদের আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করছেন। এ কারণে তাদের কোয়ার্টার ছাড়তে বলা হয়েছে। কোয়ার্টার না ছাড়লে তাদের জোর করে বের করে দেওয়া হবে।
এ ব্যাপারে ক্রাফট ইন্সট্রাকটর জাহিদুর রহমান বলেন, আমাদের হঠাৎ বের হয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমরা তাদের আন্দোলনের বিষয়ে কোনো বিরোধিতা করছি না। সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেব।