বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় কোরিয়ান জাহাজ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি:

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের ১৯৪ প্যাকেজ মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি হুয়াইয়ন হোপ’। আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজ মালামাল রয়েছে। এসব প্যাকেজে সেতুর মূল অবকাঠামোর ১ হাজার ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।