বঙ্গবন্ধু হাইটেক পার্কে হবে বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

বুধবার (২৪ জানুয়ারি) পিজিসিবির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই গ্রিড উপকেন্দ্র নির্মাণের বিষয়ে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং পিজিসিবির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

চুক্তির আওতায় বঙ্গবন্ধু হাইটেক পার্কে ২৩০/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করবে সংস্থাটি। উপকেন্দ্রটি নির্মিত হলে হাইটেক সিটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

হাইটেক পার্কের পক্ষে পরিচালক (কারিগরি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ চুক্তিপত্রে সই করেন।