বন্ধ হয়ে গেল গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

ডেস্ক রিপোর্ট:

জ্বালানির অভাবে ফিলিস্তিনের গাজায় স্থানীয় একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনের জ্বালানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরা’র

গত শনিবার ভোরে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা শুরু করে। এরপর দখলকৃত গাজায় গত সোমবার থেকে খাদ্য, পানি ও জ্বালানি প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পঞ্চম দিনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, ইসরায়েলি হামলায় নিহত ৯০০ ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলি নিহত বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে।