বন্যার্তদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দেশের ১১টি জেলার প্রায় অর্ধকোটি মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছেন। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সারা দেশের মানুষ। বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ কাজে বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যারা কাজ করছেন, তাদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বেসরকারিভাবে যারা সাম্প্রতিক বন্যা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, সেই স্বেচ্ছাসেবী সংগঠন বা গ্রুপের নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। শনিবার বিকাল ৩টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।