বরিশালে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

বরিশাল প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকার ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা মো. নাদিম, বিমানবন্দর থানার কলস গ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ও ট্রলি চালক এমদাদুল হক (৩২) এবং বাবুগঞ্জের উত্তর রহমতপুর এলাকার সিনবাদ (৩০), ট্রলি চালকের সহকারী মো. নাদিম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মানিককাঠি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার নাদিমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুই জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাসের চালক ও সহকারী পালিয়েছেন। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।