বিনোদন ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনীতে গান গেয়ে প্রবাসীদের মাতালেন এ সময়ের সংগীতশিল্পী সাব্বির জামান। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) ম্যাসাচুসেটসের মেডফোর্ডের মিডল স্কুলের মিলনায়তনে দর্শকশ্রোতার উপস্থিতিতে তিনি গান পরিবেশন করেন। বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনীর আয়োজক ছিলেন নিউ ইংল্যান্ডের সর্বস্তরের বাঙালি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক উপস্থিত ছিলেন।
বিকেল থেকে শুরু হয় বৈশাখী মেলা। হরেক রকমের কাপড়, জুয়েলারি আর খাবারের দোকানে চলে বেচাকেনা। সন্ধ্যার পর শুরু হওয়া সংগীতানুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত। তনুশ্রী বড়ূয়ার সঞ্চালনায় প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি শাহীন খান, শহিদুল ইসলাম প্রিন্স, রাজনীতিবিদ নাজদা আলম, বেইনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব-ই খোদা (খোকা), সাজ্জাদুর রহমান সাজু ও শেখ বাহাউদ্দিন সুমন।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মাহবুব-ই খোদা (খোকা) বলেন, জীবনঘনিষ্ট একটি আয়োজন তখনই পূর্ণতা পায় যখন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়। বিদেশে বাঙালিয়ানার স্বাদে বাংলা নববর্ষ এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই প্রয়াস।
স্থানীয় শিল্পীদের মধ্যে কৌশলী ইমা, জুয়েল আলম, তামান্না ইসলাম উর্মি ও আঞ্জুমান মুক্তা গান পরিবেশন করেন। তাদের গানের ফাঁকে ফাঁকে নৃত্য পরিবেশন করে স্থানীয় শিশুশিল্পীরা। শেষ পর্বে সংগীতশিল্পী সাব্বির জামান দর্শকশ্রোতাদের মাতিয়ে তোলেন। গান শুরুর আগে তিনি বলেন, প্রবাসে যারা থাকেন দেশের প্রতি তাদের মায়া মমতা আমাদের চেয়ে বেশি। যারা বাংলা গানকে ভালোবাসেন তাদেরকে এ মিলনায়তনে উপস্থিত দেখে আমি সত্যিই আনন্দিত।
২০০৬ সালে ক্লোজআপ ওয়ান ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক সাব্বিরের। গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও তার পরিচিতি আছে।অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র’র মাধ্যমে পাঁচটি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন সৈয়দ বদরে আলম সাইফুল, ড. বামন দাস বসু, কাজী নুরুজ্জামান ও টিপু চৌধুরী।