বল তুলতে গিয়ে নদীর স্রোতে ভেসে নিখোঁজ কলেজছাত্র

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে মো. মিনহাজ (১৯) নামের এক কলেজছাত্র। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মো. মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিকেলে কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরি ঘাটে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মিনহাজ। এক পর্যায়ে বল নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এসময় সে স্রোতের তোড়ে ভেসে তলিয়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুর রহমান নিউজ পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তল্লাশি চালায়। তবে ওই তরুণের কোনো খোঁজ মেলেনি। রাত ৯টা পর্যন্ত তল্লাশি চলে। পরে অভিযান অসমাপ্ত রেখে তারা চলে গেছেন। প্রয়োজনে বৃহস্পতিবার সকালে ডুবুরিরা আবার উদ্ধার কার্যক্রম চালাবেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।