বহিষ্কৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বর্ণ কারিগরকে কোপানোর অভিযোগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,ফরিদপুরঃ
ফরিদপুরের বোয়ালমারীতে হৃদয় কর্মকার নামে এক স্বর্ণের কারিগরকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে।অভিযুক্তের নাম সুভ্রদেব সিং। তিনি বোয়ালমারী পৌরসদরের ২নং ওয়ার্ডের ঋষিপাড়ার সুধির সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত হৃদয় বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের আঁধারকোঠা মহল্লার ব্রজেন কর্মকারের ছেলে। তিনি পৌর বাজারের বৌ-রাণী জুয়েলার্সে কারিগর হিসেবে কাজ করেন। শনিবার (৪ মে) দুপর আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলা সদর বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন বড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি তিনচাকার ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন হৃদয়। এ সময় উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সুভ্রদেব সিং তার পথরোধ করে ভ্যান থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা আহত হৃদয় কর্মকারকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হৃদয়ের স্বজনেরা জানিয়েছেন, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। এর মধ্যে বামবাহু, পাজর ও পায়ের রানে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এছাড়া পেট ও হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে।হৃদয় কর্মকার বলেন, দুপুরে খাবার খেতে বাড়ি যাচ্ছিলাম। এসময় সুভ্রদেব সিং আমাকে ভ্যান থেকে নামিয়ে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল না। আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে হয়তো সে এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা সুভ্রদেব সিংয়ের সঙ্গে কথা বলতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন বলেন, হৃদয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকটি স্থানে গভীর ক্ষত হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতগুলো গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিস্তল হাতে ছবি পোস্ট করায় সুভ্রদেব সিংয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এই মামলায় কিছুদিন জেল খেটে বের হওয়ার পর তাকে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।