বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে আলোচনায় যারা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্বে রয়েছেন আন্দ্রে অ্যাডামস। গত ফেব্রুয়ারিতে টাইগারদের কোচ হয়ে আসার পর অ্যাডামসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল বিসিবি। সে হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি বাংলাদেশের পেস কোচের দায়িত্ব সামলেছেন। তবে এক বছর বাকি থাকতেই অ্যাডামসের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছে বিসিবি।

ঘরের মাটিতে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই অ্যাডামসের বাংলাদেশ অধ্যায় শেষ হতে যাচ্ছে। মূলত তার কাজে পরিপূর্ণভাবে খুশি নয় বিসিবি। যে কারণে অ্যাডামসের জায়গায় কয়েকজন সম্ভাব্য নতুন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছে বিসিবি। এর মধ্যে দুটি নাম বেশি শোনা যাচ্ছে—উমর গুল এবং শন টেইট।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো নিশ্চিত হয়নি কে হচ্ছেন তাসকিন-রানাদের নতুন কোচ। শিগগিরই জানা যেতে পারে নতুন পেস বোলিং কোচের নাম।

যে কোচদের সঙ্গে কথা হচ্ছে তার মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার শন টেইট। পাশাপাশি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও কথা বলেছে বিসিবি।

এদিকে, বাংলাদেশের সাবেক আরেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গেও নাকি কথা হয়েছে বিসিবির। তবে শেষ পর্যন্ত গুল কিংবা টেইটের মধ্যে যে কেউ একজন হবেন কোচ এমনটি জানা গিয়েছে। যদিও ক্রিকেটারদের পছন্দের তালিকায় সবার আগে ডোনাল্ড। এর আগে ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ২০২২ সালের মার্চে। তার সময়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদসহ জাতীয় দলের পেস বোলিং বিভাগের দারুণ উন্নতি নজর কাড়ে।

যদিও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তাদের ব্যর্থতার দরুন সমালোচনার মুখে পড়েন কোচ ডোনাল্ডও। বিশ্বকাপ শেষেই তিনি নিজ থেকে চাকরি ছাড়েন। গুঞ্জন ছিল তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার সম্পর্কটা ঠিক স্বাভাবিক যাচ্ছিল না, যে কারণে চলে যান নিজ দেশে।