বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়ে যা বললেন গাজানফার

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। শারজাতে অল্প পুঁজি নিয়েও বোলারদের দক্ষতায় বড় জয় পেয়েছে তারা। যেখানে সবচেয়ে বড় অবদান আল্লাহ মোহাম্মদ গাজানফারের।

গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন গাজানফার। এই ম্যাচের আগে আফগানিস্তানের জার্সিতে মাত্র ৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল তার। সবমিলিয়ে তার ঝুলিতে ছিল ৫ উইকেট। এবার এক ইনিংসেই পেলেন ৬ উইকেট। প্রথমবার ইনিংসে ৫ বা এর চেয়ে বেশি উইকেট পেলেন।

ম্যাচ শেষে গাজানফার বলেন, ‘প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, ছন্দ ভালোই ছিল। ১টি উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করেছি এবং আমি তা পেরেছি।’

‘চেষ্টা করেছি, দলের জয় আনতে পেরেছি। দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হয়েছে।’-যোগ করেন তিনি।

দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবির থেকে মাঠে সাহায্য পেয়েছেন গাজানফার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রশিদ ও নবীর ভূমিকা আমার বোলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা সব সময় আমাকে কার্যকর পরামর্শ দেন, যা ম্যাচে ভালো ফল এনে দেয়।’