বাংলাদেশের রূপান্তরে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আশাবাদী প্রধান উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি:
এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে স্থানীয় যুবদলের দুই নেতা মধ্যপ অবস্থায় থানায় ছুটে যান। ওই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপাচাপির এক পর্যায়ে তারা এক পুলিশ সদস্যকে গালিগালাজও করেন। পরে সেই দুই নেতাকেও আটক করে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর থানা চত্ত্বরে ঘটেছে এমন ঘটনা। ঘটনাস্থল থেকে ওই দুই যুবদল নেতাকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এক জনপ্রতিনিধিও জড়িত বলে ভাষ্য পুলিশের।
আটকরা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, উপজেলার গোবিন্দল এলাকার আবদার হোসেনের ছেলে আরিফ হোসেনকে (৩৫)একটি মামলায় শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। এরপর বিএনপির ওই দুই নেতা থানায় এসে আসামি ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকে। পরে তাদেরও আটক করা হয়। তবে তারা মদ্যপান অবস্থায় থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াশ করানো হয়। তারা মাদকাসক্ত ছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, চিকিৎসকরা জানিয়েছেন যুবদলের ওই দুই নেতা মদ্যপ অবস্থায় ছিলেন। পরে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় সাবেক এক জনপ্রতিনিধিও জড়িত। ওই সাবেক জনপ্রতিনিধি ফোনে মামলাটির তদন্ত কর্মকর্তাকে হুমকি দিয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে থানা বিএনপি সাধারণ সম্পাদক দেওয়ান মাহাববুর রহমান মিঠু বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে ছাড়বে দেবে না বিএনপি। পুলিশ যেটা করেছে ভালো করেছে। যারা মাস্তানি করবে, মদ্যপান করবে তাদেরকে পুলিশে দেওয়ার জন্য আমাদের নেতাদের নির্দেশ রয়েছে। কিন্তু আমরা পারিনি। এ জন্য থানা পুলিশকে ধন্যবাদ।