বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এ ইস্যুতে উভয় দেশের সরকারের মধ্যে যেসব চুক্তি ও মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর বাস্তবায়নও প্রত্যাশা করছে নয়াদিল্লি।

শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণায় দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেছেন সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু সমাধানে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ।

ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, “আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে দুই বাহিনীর ডিজি পর্যায়ে হবে এই বৈঠক। সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে সেখানে। আমরা আশা করছি বাংলাদেশের সঙ্গে আমাদের যেসব চুক্তি এবং এমওইউ (মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে, সেসবকে সম্মান জানানো হবে। এই চুক্তি ও এমওইউগুলোর মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এমন একটি একটি কাঠামোগত ঐক্য স্থাপন করা, যা একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা এবং বৈধ বাণিজ্য— উভয়কেই সমৃদ্ধ করবে।”

এর আগে গত শুক্রবারের ব্রিফিংয়েও জয়সওয়াল বলেছিলেন, ভারত-বাংলাদশ সীমান্তকে অপরাধমুক্ত করতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। এ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।