
ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে ২৫ মার্চ এশিয়া কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর।
বাংলাদেশ ম্যাচ কঠিন হতে পারে ভেবেই অবসর নেওয়া সুনীল ছেত্রীকে ফিরিয়েছেন ভারত। বাংলাদেশ ম্যাচ লক্ষ্য ধরে মালদ্বীপের বিপক্ষে শিলংয়ে একটি প্রীতি ম্যাচও খেলেছে ভারত। শিলংয়ে যা প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওই ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল করেছেন ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে যা তার ৯৫তম গোল।
ম্যাচের ৩৪ মিনিটে ভারত প্রথম লিড নেয়। রাহুল ভেকা দলকে লিড এনে দেন। ৬৬ মিনিটে কর্ণার কিক থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান ২-০ করেন লিস্টন কোলাকো। দশ মিনিট পরে মালদ্বীপের জালে তৃতীয় গোল দেন সুনীল ছেত্রী।