বাংলালিংকের দুই হাজার টাওয়ার কিনেছে সামিট: চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

সেলিনা আক্তার :

দেশের অন্যতম মোবাইল ও ডিজিটাল অপারেটর বাংলালিংক বুধবার সামিট টাওয়ার্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় সামিট টাওয়ার্সকে বাংলালিংকের ২ হাজার টাওয়ারের মালিকানা হস্তান্তর করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সামিট টাওয়ার্সের সঙ্গে কৌশলগত এ যৌথ উদ্যোগ বাংলালিংকের জন্য বিশেষ একটি পদক্ষেপ। এটি বাংলালিংকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি উন্নত ও পরিবেশ-বান্ধব সেবা নিশ্চিত করবে।

বাংলালিংকের মালিকানায় থাকা প্রতিষ্ঠান ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লু বলেন, ‘আমাদের বিভিন্ন মার্কেটে ভিওনের অপারেটররা ডিজিটাল অপারেটরে রূপান্তরিত হচ্ছে এবং অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করছে। শুধু বাংলালিংকের জন্য নয়, সমগ্র দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে সামিট টাওয়ার্সের সঙ্গ চুক্তিটি গুরুত্বপূর্ণ।

বালালিংকের সিইও এরিক অস বলেন, ‘সামিট টাওয়ারের সঙ্গে চুক্তি আমাদেরকে ডিজিটাল সেবার উপর আরও গুরুত্ব দিতে সাহায্য করবে।’

সামিট কমিউনিকেশনস ও সামিট টাওয়ার্সের চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান বলেন, ‘এই কৌশলগত চুক্তির মাধ্যমে বাংলালিংক ও সামিটের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার সূচনা হল। ভবিষ্যতে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে।

সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্সের এমডি ও সিইও আরিফ আল ইসলাম বলেন, চুক্তির মাধ্যমে সামিট টাওয়ার্স একটি অন্যতম টাওয়ার অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হয়েঠে। যাত্রা শুরু করার প্রথম ৫ বছরের মধ্যে কোম্পানির টাওয়ারের সংখ্যা প্রায় ৪,৫০০-তে পৌঁছেছে।

সামিট কমিউনিকেশনসের নির্বাহী পরিচালক ফাদিয়া খান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।