ডেস্ক রিপোর্ট:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক মন্তব্য ঘিরে রিপাবলিকানদের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তাদের দাবি, প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের সব সমর্থকদের ‘আবর্জনা’ বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ওয়াশিংটন ডিসির এক ক্যাম্পেইনে ভাষণের পর প্রেসিডেন্ট বাইডেনের একটি মন্তব্য রিপাবলিকানদের মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয় ।
তবে হোয়াইট হাউজ এবং বাইডেনের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, তিনি আসলে ট্রাম্পের এক সমাবেশে পুয়ের্তো রিকোর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা এক কমেডিয়ানকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছিলেন। বাইডেন এই ধরনের ‘ঘৃণ্য কথাবার্তার’ বিপক্ষে নিজের অবস্থান প্রকাশ করেছেন বলে জানান তারা।
বিশ্লেষকদের মতে, এই বিতর্কের কেন্দ্রে রয়েছে হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি ট্রান্সক্রিপ্ট, যেখানে’ শব্দের শেষে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। এতে বোঝায়, বাইডেন পুরো ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলেননি, বরং নির্দিষ্ট একজনকে লক্ষ্য করে মন্তব্য করেছিলেন।
এই পরিস্থিতিতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে, এবং বিষয়টি নিয়ে আমেরিকানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে