নিজেস্ব প্রতিবেদক:
১০ বছরের সম্পর্ক। বছর চারেক আগে বিয়ে। কিন্তু নতুন বছরের শুরুতেই অঘটন। লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে উদ্ধার করা হল হলিউড অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী জেফ বেনার মরদেহ। তার বয়স হয়েছিল ৪৭ বছর। জেফ বেনা পেশায় লেখক ও পরিচালক।
দেশটির আইন প্রয়োগকারী সূত্রগুলো জানিয়েছে, লস অ্যাঞ্জেলস এলাকার একটি বাড়িতে শুক্রবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেনার মৃতদেহ দেখতে পান একজন সহকারী। ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। তবে বেনার প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
লস অ্যাঞ্জেলস মেডিকেল এক্সামিনারের মতে, বেনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
বেনার জন্ম এবং বেড়ে ওঠা মিয়ামিতে। পরে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম স্কুলে পড়াশোনা করেন এবং বিনোদনে তার কর্মজীবন শুরু করার জন্য স্নাতক হওয়ার পরপরই লস অ্যাঞ্জেলেসে চলে যান।
অভিনয়ের পাশাপাশি কমেডিয়ান হিসেবেও সুখ্যাতি রয়েছে অভিনেত্রী অব্রের। প্রযোজনাও করেছেন আমেরিকান এই তারকা। নায়িকার প্রথম সিনেমা ‘মিস্ট্রি টিম’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। তবে এনবিসির সিটকম ‘পার্ক অ্যান্ড রিক্রিয়েশন’-এর মাধ্যমে অব্রে জনপ্রিয়তা পান।