বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

নোয়াখালী প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। নির্বাচন বিরোধীরা আন্দোলনেও ব্যর্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না।’

রবিবার (৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুরে তার বাড়ি-সংলগ্ন উদয়ন প্রি-ক্যাডেট একাডেমিতে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রচণ্ড শীত উপেক্ষা করেও মা-বোনেরা বিপুল সংখ্যক ভোটার উৎসব মুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। তা দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এতদিন সবাই শুনেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক, ফ্রি, ফেয়ার হবে না। এখন সবাই দেখতে পাচ্ছেন, জনগণের স্বতঃস্ফূর্ত এবং প্রচণ্ড শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসেছেন। এটাই নির্বাচনের সার্থকতা ও গণতন্ত্রের সৌন্দর্যতা।’