জেলা প্রতিনিধি,বান্দরবানঃ
বান্দরবানে যৌথ অভিযানে গ্রেপ্তার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৮ মে) দুপুরে তাদেরকে থানা থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল হক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুমা উপজেলার দার্জেলিংপাড়া এলাকার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)।
আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কেএনএফের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সন্দেহে ২৪ নারীসহ ৮৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।এদের মধ্যে ৮১ জনকে বিভিন্ন সময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।