বান্দরবানে পর্যটকদের জন্য থাকা-খাওয়া-পরিবহনে বিশেষ ছাড়

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ একমাস পর আজ থেকে বান্দরবান জেলার সদর, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও লামাসহ চারটি উপজেলার পর্যটন স্পটগুলো উন্মুক্ত করে দেওয়ায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটকদের বাড়তি সুবিধা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

এদিকে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ হতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।

এদিকে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ হতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন, বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম, সদস্য সচিব মো. সিরাজুল ইসলামসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।

প্রসঙ্গত, দীর্ঘ একমাস নিষেধাজ্ঞার পর গতকাল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বান্দরবানের চারটি উপজেলায় পর্যটনস্পট পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এসময় তিনি ৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।