বান্ধবীসহ পিএসজি গোলরক্ষককে বেঁধে রেখে বাড়িতে ডাকাতি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক :
প্যারিসে নিজ বাসায় ডাকাতির শিকার হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। এসময় ডোনারুমা ও তার বান্ধবীকে বেঁধে রাখে সশস্ত্র ডাকাত দল। পরে চিকিৎসার জন্য পিএসজি গোলরক্ষককে হাসপাতালে ভর্তি করা হয় বলে ঘটনার তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র এএফপিকে জানিয়েছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি অনুসরণ করুন
সূত্রটি জানায়, ‘বৃহস্পতিবার রাতে রাজধানীর অষ্টম জেলার আপমার্কেটে ডোনারুমার বাসভবনে জোরপূর্বক ঢুকে তাণ্ডব চালায় একদল ডাকাত। এ সময় তিনি ‘কিছুটা আহত’ হয়েছেন। তাকে তার সঙ্গীসহ বেঁধে রাখা হয় বলেও জানিয়েছে সূত্রটি। ডাকাত দল বেশ কিছু বিলাস পণ্য ও স্বর্ণালঙ্কারসহ অন্তত ৫ লাখ ইউরো মূল্যের জিনিসপত্র লুট করে চলে যায় বলে জানিয়েছে সূত্রটি ডোনারুমার বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে পিএসজির একজন মুখপাত্র বলেন, ‘পিএসজির দৃঢ় বিশ্বাস অপরাধীদের দ্রুত সময়ে আটক করে বিচারের আওতায় আনা হবে।’
বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকজন পিএসজি খেলোয়াড় ডাকাতির শিকার হয়েছেন। এদের মধ্যে আছেন প্রিসনেল কিম্পেম্বে, মারকুইনহোস, থিয়াগো সিলভা, অ্যাঞ্জেল ডি মারিয়া, দানি আলভেস, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, সার্জিও রিকো এবং মাউরো ইকার্দি।