নিজস্ব প্রতিবেদক:
অন্তবর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে হতে যাচ্ছে প্রথম নির্বাচন। এক নজরে দেখে নিন কে কোন পদে প্রার্থী, ভোট কখন, কোথায়।
সভাপতি : তাবিথ আউয়াল এবং এ এফ এম মিজানুর রহমান চৌধুরী
সিনিয়র সহসভাপতি : মো. ইমরুল হাসান
সহসভাপতি : মো. নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি), মো. শফিকুল ইসলাম মানিক, সাব্বির আহম্মেদ আরেফ, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।
সদস্য: আ ন ম আমিনুল হক মামুন, আমীরুল ইসলাম (বাবু), ইমতিয়াজ হামিদ (সবুজ), একে এম নূরুজ্জামান, এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, কামরুল হাসান হিলটন, খন্দকার রকিবুল ইসলাম, জসিমউদ্দিন খান খসরু, জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, তাসমিয়া রেজোয়ানা, দেলোয়ার হোসেন, বিজন বড়ুয়া, মানস চন্দ্র দাস (ধলু), মাহফুজা আক্তার (কিরণ), মাহমুদা খাতুন (অদিতি), মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আমের খান, মো. ইকবাল হাসান (জনি), মো. ইকবাল হোসেন, মো. ইয়াকুব আলী, মো. এখলাস উদ্দীন, মো. গোলাম গাউছ, মো. ছাইদ হাছান কানন, মো. মঞ্জুরুল করিম, মো. মাহবুবুর রহমান, মো. মাহি উদ্দিন আহমদ (সেলিম), মো. রিয়াজ উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. শাহীন হাসান, মো. সফিকুল ইজম ভূঁইয়া, মো. সাইফুর রহমান মনি, রওশন আক্তার হায়দার (ডেইজি জাফর), শাকিল মাহমুদ চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, সাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন), সৈয়দ মুহম্মদ শহীদুল ইসলাম।
এজিএম: সকাল ১১টা থেকে দুপুর ১টা।
ভোট: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা।
মোট ভোটার: ১৩৩
জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন: ৬৬
বিপিএল: ১০
বিসিএল: ৫
নারী লিগ: ৪
বিশ্ববিদ্যালয়: ৬
শিক্ষা বোর্ড: ৫
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ: ৩৪
অন্যান্য: ৩
প্রার্থীর মন্তব্য: তাবিথ আউয়াল: নির্বাচনে অংশ নেওয়া সবাইকে শুভকামনা জানাচ্ছি। ডেলিগেটরাই সঠিক সিদ্ধান্ত নেবেন। যেহেতু নির্বাচনের ব্যাপার, সেহেতু আগাম কিছু বলা যাচ্ছে না। তবে আমি আত্মবিশ্বাসী। কাউন্সিলরদের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে, যারাই আসবেন, তাদের সঙ্গে নিয়ে ফুটবলের জন্য কাজ করতে চাই।
মিজানুর রহমান চৌধুরী: পরিকল্পনা ও অভিজ্ঞতায় আমি এগিয়ে আছি। ফুটবলের কারিগর আমি। বাফুফে ও জেলা পর্যায়ের গঠনতন্ত্র সবই মুখস্থ আমার। আমি নিজেও রাজনীতির বাইরে। তাই ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে চাই। জয়ের ব্যাপারে আশাবাদী আমি।
সহসভাপতি প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী: নির্বাচনটা আমার কাছে খুব উৎসবমুখর মনে হয়েছে। প্রার্থীদের মধ্যে আন্তরিকতা আছে। সহসভাপতি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই, তবে আমাদের সবার মধ্যেই সম্পর্ক বন্ধুর মতো। কাগজে-কলমে চারজন বাফুফেতে থাকবেন। যারা নির্বাচিত হতে পারবেন না, তারাও ফেডারেশনে যুক্ত হবেন। সম্মানিত ডেলিগেটরা যেভাবে আমাকে সমর্থন জানাচ্ছেন, তাতে আমার বিশ্বাস নির্বাচিত হতে পারব।