বাবরের প্রশংসায় যা বললেন স্টার্ক-কামিন্স

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

ডেস্ক রিপোর্টঃ
বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সব ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। শুধু অধিনায়ক হিসেবেই সমালোচিত হয়েছেন তা নয়, ক্রিকেটের সবচয়ে বড় আসরে ব্যাট হাতেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তানি ব্যাটার। এবার শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। অসিদের বিপক্ষে যা করার, এবার ব্যাট হাতেই সেটি করতে হবে বাবরকে। তিন ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্বের ভার তো নিয়েছেন শান মাসুদ। সুতরাং বাবরের ঘাড়ে অধিনায়কত্বের চাপ নেই। অধিনায়ক হিসেবে বাবর যেমনই হোক না কেন, ব্যাটার হিসেবে তিনি দুর্দান্ত বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পেসাররা। অসি অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক প্রশংসায় ভাসিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ককে। বাবরের ব্যাটিং দক্ষতা নিয়ে স্টার্ক বলেন, ‘বাবরের ব্যাটিং টেম্পারমেন্ট দুর্দান্ত। তার হাতে সব ধরনের শট আছে। সে একটি ইনিংস গড়তে পারে এবং চরম আগ্রাসীও হতে পারে। প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করে নেওয়ার সামর্থ্য বাবরের আছে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আশা করছি, এই সিরিজে বাবরকে আমরা শান্ত রাখতে পারব।’ বাবরের প্রশংসায় কামিন্স বলেন, ‘বাবরের খুব বেশি দুর্বলতা নেই। তার বেশ আঁটসাঁট কৌশল রয়েছে এবং তিনি মাঠের চারপাশ থেকেই রান কুড়িয়ে নিতে পারেন। তিনি কঠিন পরিশ্রম করতে জানেন। এই মুহূর্তে বিশ্বমানের ব্যাটসম্যানদের মধ্যে উপরের দিকে রয়েছেন তিনি। তাই আপনি যদি তাকে আউট করতে পারেন তাহলে এটি সন্তোষজনক হবে।’ তিন ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসের শুরুর দিকেই অস্ট্রেলিয়া সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩ জানুয়ারি, সিডনিতে।