
ক্রীড়া ডেস্ক:
কাজটা প্রথম লেগেই এগিয়ে রেখেছিল ইন্টার মিলান। ইতালির জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছিল।
দ্বিতীয় লেগে ইন্টারের শক্তিশালী রক্ষণ ভেঙে জিততে হতে বাভারিয়ানদের। বায়ার্ন জোড়া গোল পেলেও জিততে পারেনি। ২-২ গোলের সমতা করেছে। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠে গেছে ইনগাঘির ইন্টার মিলান।
সান সিরোতে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হ্যারি কেন গোল করে কামব্যাকের আসা জাগায়। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা করে ফেলে।
পরেই গোল করে লিড নেয় ইন্টার। গোলটি আসে ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা দল ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ৬১ মিনিটে ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন।
ওই গোলও শোধ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন এরিক ডায়ার। পরের সময়টা জাল অক্ষুন্ন রেখে শেষ চারে পা রেখেছে ইনগাঘির দল।