বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

বায়ুদূষণের দিক থেকে ঢাকার অবস্থান ৫ম। শীত মৌসুমে ঢাকার বাতাস আরও ভয়াবহভাবে দূষিত হয়ে ওঠে, এবং চলতি বছরের শুরুতে একাধিক দিন ছিল অস্বাস্থ্যকর বাতাস। আজও, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৮:৩০ টায় আইকিউএয়ার, আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান, বায়ুদূষণের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২৮৭। এ অবস্থায় দিল্লির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়েছে, যা শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য বিপজ্জনক।

পাকিস্তানের শহর লাহোর ২০২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ অঞ্চলের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হচ্ছে।

ঢাকা ১৮৬ স্কোর নিয়ে ৫ম অবস্থানে রয়েছে। এখানে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে।

আইকিউএয়ার বায়ুমানের মান নির্ধারণের জন্য একিউআই সূচক ব্যবহার করে। স্কোর ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ অস্বাস্থ্যকর, ১৫১-২০০ খুব অস্বাস্থ্যকর, ২০১-৩০০ ঝুঁকিপূর্ণ, এবং ৩০১-৪০০ গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়। বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য।