ডেস্ক রিপোর্টঃ
দারুণ ব্যস্ততার মধ্যে কাটছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। এর মধ্যে আবার এক বায়োপিক ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছিলেন আলিয়া। ‘গাঙ্গুবাঈ’ নামের এক যৌনকর্মীর জীবন নিয়ে নির্মাণ করা হয়েছিল ছবিটি। এই আত্মজীবনীমূলক ছবির জন্য এ বছর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জয় করেছেন আলিয়া। এবার আর এক আত্মজীবনীমূলক ছবিতে দেখা যেতে পারে তাঁকে। শোনা যাচ্ছে, এই বায়োপিক ছবিটি নির্মাণ করতে চলেছেন খ্যাতনামা চিত্রনির্মাতা তথা পরিচালক হনসল মেহেতা। আর এই ছবির ব্যাপারে আলিয়ার সঙ্গে হনসলের কথাবার্তা চলছে। গত কয়েক মাসে তাঁদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানা গেছে। এই বলিউড নায়িকা হনসলের ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। হনসলের ছবিটি এক সংবাদ উপস্থাপকের জীবন দ্বারা অনুপ্রাণিত। তবে এখন সবকিছু প্রাথমিক স্তরে আছে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছরের মাঝামাঝি এই ছবির শুটিং শুরু হবে। আলিয়া এখন ব্যস্ত বাসন বালা পরিচালিত ‘জিগরা’ ছবির শুটিংয়ে। ধর্মা প্রোডাকশনের সঙ্গে হাত মিলিয়ে এই ছবিটি আলিয়া প্রযোজনা করতে চলেছেন। এর পরপরই তিনি সঞ্জয় লীলা বানসালির ‘বইজু বাওরা’ ছবির শুটিং শুরু করবেন বলে জানা গেছে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন রণবীর সিং। এ ছাড়া যশরাজ ফিল্মসের প্রথম নারী স্পাই ছবিতে আছেন তিনি। এদিকে মহাত্মা গান্ধীকে নিয়ে এক ওয়েবসিরিজ নির্মাণ করতে চলেছেন হনসল মেহেতা। তাঁর এই স্বপ্নের প্রকল্পের প্রি-প্রোডাকশন কাজে এখন ব্যস্ত তিনি। অভিনেতা প্রতীক গান্ধীকে এই সিরিজের শীর্ষ ভূমিকায় দেখা যাবে। আগামী মাসে সিরিজটির শুটিং শুরু হবে। আর ২০২৪ সালের জুন মাসের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা আছে তাঁদের।