বিএডিসির সাবেক উপ-সহকারী পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রংপুরের সাবেক উপ-সহকারী পরিচালক মো. শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক কোটি ২৯ লাখ ৮৮ হাজার ২৭৪ টাকা মূল্যের ১৪৫ দশমিক ২৮০ টন সার আত্মসাতের অভিযোগে এই মামলা করেছে সংস্থাটি। আজ বুধবার (২৬ জুলাই) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিউজ পোস্টকে নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছ,  এর আগে গত সোমবার (২৪ জুলাই) সংস্থাটির সহকারী পরিচালক মো. বেলাল হোসেন বাদী হয়ে রংপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে রংপুর সার গুদামে সার গণনাকালে ৩ দশমিক ১৫ টন টিএসপি, ১০ দশমিক ৯৪ টন এমওপি সার ঘাটতি পাওয়া যায়। এছাড়া ১৪ দশমিক ৩৭ টন ডিএপি সার মজুত অতিরিক্তসহ কিছু গরমিল পাওয়া যায়। মজুত সারের গরমিলের কারণে দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী পরিচালক মো. শামসুজ্জামানকে গত ৫ মার্চ সাময়িক বরখাস্ত করা হয়। ওইদিনই নির্দেশ পরবর্তী মো. শামসুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে সন্ধ্যা ৬টায় সারের গুদাম সিলগালা করা হয়। এরপর গত ১৭ মার্চ আবারও সার গণনাকালে দেখা যায় খামালের বাইরের দিকে বিন্যাস সাজানো আছে, খামালের ভেতরে সেই বিন্যাসের স্তর নেই। এছাড়াও খামালের ভেতরে বস্তা খাড়া করে খালি জায়গা তৈরি করা হয়েছে, ফলে খামাল সাজাতে কম বস্তুা ব্যবহার করে পুর্ণাঙ্গ খামাল দেখানো হয়েছে। এভাবে প্রকৃত মজুতের চেয়ে টিএসপি ৮১ দশমিক ৭০০ টন, এমওপি ৪৭ দশমিক ৮১০ টন ঘাটতি এবং ডিএপি ১৫ দশমিক ৭৭০ টন ঘাটতিসহ মোট ১৪৫ দশমিক ২৮০ টন সার ঘাটতি পাওয়া যায়। যার মোট আমদানি মূল্য এক কোটি ২৯ লাখ ৮৮ হাজার ২৭৪ টাকা।