বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর গ্রামের ফজল আকন্দের ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে স্থানীয় বিএনপির এক গ্রুপ সদিয়া চাঁদপুর ইউনিয়নের বাজারে এবং অপর আরেক গ্রুপ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। এই নিয়ে গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ হয়। এতে উভর গ্রুপের সাতজন আহত হয়।

এদিকে কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে খুনিদের বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।

এ সময় বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জু সিকদার, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু মীর ও সাধারণ সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও লুটপাটের অভিযোগ করা হয়। এ সময় খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে এনায়েতপুর থানা এলাকা।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি বলেন, একই স্থানে মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। আমরা জানতে পেরেছি আজ আহত একজন মারা গেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন আছে।