বিএনপির মহাসচিব সন্ত্রাসীদের দ্বারা পরিবেষ্টিত: তথ্যমন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসীদের দল এবং মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা হচ্ছেন সন্ত্রাসীদের নেতা। বিএনপির মহাসচিব সন্ত্রাসীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে, সন্ত্রাসীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনে যখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন তখন তা নতুন বছরে জাতির সাথে মশকরা ছাড়া আর কিছুই না।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের পুর্নমিলনীর উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হলো সন্ত্রাস নির্ভর রাজনীতি। তারা অতীতে ২০১৩, ১৪, ১৫ সালেও একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্যে কিভাবে দেশের নিরীহ জনগণের উপরে পেট্রোলবোমা হামলা করেছিল তা দেশের জনগণ এখনো ভুলে নাই। বিএনপির সেদিনের নৃশংসতা থেকে ঘুমন্ত বাসচালক এমনকি ট্রাকে থাকা পশুপাখিও রেহাই পায়নি। কয়েকদিন আগেও বিএনপির সন্ত্রাসীরা হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর করে, বগুড়ায় শহীদ মিনার জুতা নিয়ে উঠতে বাধা দেওয়ায় পুলিশের উপরে ছাত্রদল হামলা করে।
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নিয়ে বিএনপির নানা অভিযোগ নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি যে সব অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকরও বটে । কারণসিটি করপোরেশন নির্বাচন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে, এখানে সরকারের কোন এখতিয়ার নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকার নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারীদের চাকরি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়। তাই সরকার কিংবা আওয়ামী লীগের দিকে বিএনপি নেতারা যেসব অভিযোগ তুলছে তা সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক।
তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হওয়া নয় বরং নির্বাচনেকে বিতর্কিত করাই বিএনপির প্রধান উদ্দেশ্য। মির্জা ফখরুলসহ বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যেই তা প্রতীয়মান হচ্ছে। গত জাতীয় নির্বাচনেও দেখা গেছে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, যার ফলে হতাশাব্যাঞ্জক ফলাফল করে । এবারো তারা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।