বিএনপির সাবেক এমপির মৃত্যু

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৫ আসনের (কোম্পানীগঞ্জ-কবিরহাট) সাবেক সংসদ সদস্য লে. কর্নেল (অব.) এএসএম এনামুল হক (৭৮) আর নেই। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর নিজ গ্রামে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাতিজা সাংবাদিক মঈন উদ্দিন আহমেদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এনামুল হক ১৯৪৫ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের ছমদ আলী হাজীবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ওই বাড়ির মরহুম আলী আহমদ চৌধুরীর ৩য় সন্তান।

ব্যক্তি জীবনে লে. কর্নেল (অব.) এএসএম এনামুল হক বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী বাখরাবাদ গ্যাস লাইন স্থাপনে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইন স্থাপনে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন এবং একপর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।