
সাইফুল ইসলাম:
ঢাকার নবাবগঞ্জে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আহত বিএনপি কর্মী আয়নাল হোসেন। আয়নাল একই ইউনিয়নের পূর্ব শয়তানকাঠির কফিল উদ্দিনের ছেলে।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বিলপল্লি বাজারে চা খাচ্ছিলেন আয়নাল। হঠাৎ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম তাঁর ছেলে ওয়াদি ও সহযোগী ফয়সাল, সাদ্দাম, মোজাফফর, কালামসহ আরও চার-পাঁচজন আয়নালকে গালাগাল করেন। আয়নাল এর প্রতিবাদ করলে নূর আলমের নির্দেশে তাঁর সহযোগীরা লাঠিসোটা ও চাপাতি নিয়ে তাঁর ওপর হামলা করেন। স্থানীয়রা চাপাতির কোপে গুরুতর আহত আয়নালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত নূর আলমের দাবি, তিনি বুধবার এলাকাতেই ছিলেন না, তাঁকে (আয়নাল) মারবেন কিভাবে? তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।