বিএনপি নেতার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তোফায়েল আহমেদ উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচন বাধাগ্রস্ত, নেতাকর্মীদের হেনস্তা, সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে জন নিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে ‘আগুন খোয়া বাহিনী’ নামের একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটায়। এমতাবস্থায় গত ২০১৮ সালের ২৩ ডিসেম্বর প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী জনসভা ও গাড়ি বহরে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিনের নির্দেশে ‘আগুন খোয়া বাহিনী’র কয়েকশ সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় প্রার্থী রফিকুল ইসলামসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আক্রান্ত হয়। হামলায় অগ্নিসংযোগ করে ৩টি মাইক্রোবাস, ২২টি মোটরসাইকেল ভাঙচুর করে মোট ৩৩ লাখ টাকার ক্ষতি সাধন করেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারসহ ডোমার উপজেলার ৩১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই তিনশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন জোড়াবাড়ী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম। সেই মামলায় নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।