বিএনপি-পুলিশ সংঘর্ষের আরও দুই মামলায় নবী-টুকুসহ আসামি ১৫৯

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির এক দফা দাবি আদায়ে গতকাল শনিবার রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আরও দুই থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এ দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহŸায়ক নবী উল্লাহ নবী ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৫৯ জন ও অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এ নিয়ে শনিবারের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ বাদী হয়ে ১৩টি মামলা দায়ের করলো। আজ রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে গাড়িতে অগ্নিসংযোগ, গতিরোধ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় রাজধানীর দারুসসালাম ও ডেমরা থানায় আরও দুটি মামলা করা হয়েছে। এ দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহŸায়ক নবী উল্লাহ নবী ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৫৯ জন ও অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরমধ্যে দারুসসালাম থানার এক মামলায় এজাহারভুক্ত ৫২ জন ও অজ্ঞাতনামা আসামি এবং ডেমরা থানার এক মামলায় এজাহারভুক্ত ১০৭ জনকে আসামি করা হয়েছে। একই ধরনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।