বিজয় দিবস উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে শামস মনোয়ারের মিউজিক ভিডিও ‘স্বদেশ’
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্টঃ
কবি ও গীতিকার শামস মনোয়ার। নিজের লেখা কবিতা ও গানে তিনি তুলে ধরেন বহুমাত্রিক ভাবনা। এবার বিজয় দিবস উপলক্ষে তিনি প্রকাশ করতে যাচ্ছেন মিউজিক ভিডিও ‘স্বদেশ’। কবির নিজস্ব ইউটিউব চ্যানেলে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে। ইঙ্ক মার্ক’র কর্ণধার শামস মনোয়ার বলেন, ‘স্বদেশ’ গানটি আমার লেখা। এতে কণ্ঠও আমি দিয়েছি। সুর করেছেন আমাদের ইঙ্ক মার্ক – এর মিউজিশিয়ানরা। নতুন রূপে উপস্থাপিত এ মিউজিক ভিডিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সবুজ। নির্দেশনায় ছিলেন চন্দন রয় চৌধুরী। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে ইঙ্ক মার্ক।