ক্রীড়া ডেস্ক:
বিপিএল নিয়ে সিলেটবাসীর উন্মাদনা চোখে পড়ার মতো। সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ না থাকলেও গ্যালারিতে হাজির হয়েছেন তারা। আর স্বাগতিক সিলেটের ম্যাচ হলে তো উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম অবস্থা হয়। প্রতিদিন দুটি করে ম্যাচ ও পরপর দুদিন খেলা শেষে এক দিনের বিরতি নিয়ে চলছে বিপিএল। এক শহর থেকে আরেক শহরে খেলা শুরু হলে দুই দিনের বিরতি মেলে।
গেল ৩ জানুয়ারি মিরপুরে অষ্টম ম্যাচ শেষে দুটি পাতা একটি কুঁড়ির দেশে বিপিএল শুরু হয়। ইতিমধ্যে ৮টি ম্যাচ সফলভাবে শেষ হয়েছে লাক্কাতুরায়। বাকি রয়েছে চার ম্যাচ, সেগুলো আজ ও আগামীকাল শেষ হবে। তারপরে দলগুলো রওনা হবে বন্দরনগরী চট্টগ্রামের পথে। গেল বছর সিলেট পর্ব শেষে আবার ঢাকায় ফিরেছিল বিপিএল। কিন্তু এবার ব্যতিক্রমী আয়োজন রেখেছে বিসিবি। সিলেট থেকে চট্টগ্রাম হয়ে এই মাসের শেষ সপ্তাহে বিপিএল ফিরবে মিরপুরে।
গতকাল সিলেট পর্বে ছিল বিরতি। আজ বেলা দেড়টায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স। রাতে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী কিংস। এই দুই ম্যাচের টিকিট সংগ্রহ করতে গতকাল সিলেটের লাক্কাতুরায় সারা দিন দর্শকদের ভিড় লেগেছিল। মূলত তাদের আগ্রহ সিলেটের ম্যাচ ঘিরে। প্রথম দুই ম্যাচে জয় না পেলেও সিলেটে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে স্ট্রাইকার্স বাহিনী। তাতে ভীষণ খুশি দর্শকেরা। আশা করছেন শেষ দুটি ম্যাচও জয় দিয়ে শেষ করবে সিলেট।
আজকের পরে আগামীকাল শেষ দিনের খেলায়ও প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স, প্রতিপক্ষ হিসেবে থাকবে চিটাগং কিংস। আর রাতের ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। গেলবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের আর কোনো ম্যাচ না থাকায় দলটি সিলেট ছেড়েছে আগেই। ফরচুন বাহিনী এখন রয়েছে চট্টগ্রামে। সেখানেই তারা চট্টগ্রাম পর্বের প্রস্তুতি নিচ্ছে। বিপিএলের সিলেট পর্বে প্রতিবারই দর্শকদের সাড়া থাকে চোখে পড়ার মতো।
এবারও তার ব্যতিক্রম হয়নি। হারের পরেও তাদের আগ্রহ যেন আরও বেড়েছিল। ঢাকা-সিলেট ম্যাচই ছিল তার প্রমাণ। ঐ ম্যাচে স্বাগতিকরা জেতায় স্বস্তি ফিরেছে দর্শকদের মনে। খেলা শেষ হওয়ার পরে রাস্তায় মেলেনি কোনো যানবাহন। হেঁটে গন্তব্যে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক হেঁটেই ফিরেছেন, ক্লান্তি তাদের ছুঁতে পারেনি। কেবল মনে ছিল সিলেটের জয়ের আনন্দ। হারতে থাকা ঢাকাকে তারাও হারিয়েছে, সেটিও আবার দুইশ রান ছোঁয়া সংগ্রহ তাড়া করে। তাতে যোগ হয়েছে বাড়তি উন্মাদনা।
এই উন্মাদনা যেন আরো বাড়িয়ে তোলা যায় সেজন্য জোরালো প্রস্তুতি নিচ্ছেন স্ট্রাইকার্সের ক্রিকেটাররা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে তারা অনুশীলন করেছেন। সিলেট ছাড়াও অনুশীলন করেছে রংপুর রাইডার্স, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। সবার নজর ছিল সিলেট পর্বের শেষটা রাঙানোর দিকে। ঢাকা পর্বের প্রথম অংশ দারুণ কেটেছিল খুলনার। কিন্তু সিলেটের খেলায় তারা বড় ধাক্কা খেয়েছে। রাজশাহীর বিপক্ষে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।
আজ মিরাজ বাহিনী সিলেট পরীক্ষায় পাশ করার দিকে মনোযোগ দিয়েছে। খুলনার মতো মন খারাপ রয়েছে ঢাকার। খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা একটি ম্যাচেও জয় তুলতে পারেনি। টানা ৬টি হার তাদের সঙ্গী হয়েছে। আজ রাতের ম্যাচে রাজশাহীর বিপক্ষে যে করেই হোক জয় তুলে নেওয়ার জন্য প্রস্তুত ঢাকা।
এদিকে গতকাল সিলেটের দর্শকদের বিপিএলের আনন্দ আরো বাড়িয়ে তোলার জন্য ট্রফি ও মাসকট ট্যুরের সুযোগ করে দিয়েছিল বিসিবি। ট্যুরের আয়োজন করেছিল সিলেট স্ট্রাইকার্স। বেলা ৩টার দিকে গ্রান্ড সিলেট হোটেলের সামনে উন্মোচন করা হয় ট্রফি ও মাসকট। সে সময় হোটেল চত্বরে উপস্থিত সবার মধ্যে স্ট্রাইকার্সের জার্সি দেওয়া হয়। শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য অনেকে সে সময় হাজির হয়েছিলেন হোটেলের সামনে। পরে চা-বাগানসহ বিভিন্ন স্থানে ট্রফি প্রদর্শন করা হয়।