ক্রীড়া ডেস্ক:
জমে উঠেছে বিপিএলের লড়াই। রংপুর রাইডার্স টানা জয়ের ফলে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে বিপিএলের প্লে-অফ। বাকি ৩ স্পটের জন্য চলছে লড়াই। আর তাতে যুক্ত আছে টুর্নামেন্টের বাকি ৬ দলই। তলায় থাকা সিলেট স্ট্রাইকার্স কিংবা ঢাকা ক্যাপিটালস যেমন কাগজে কলমে টিকে আছে। তেমনি শীর্ষ তিনে থাকা চিটাগাং কিংস বা ফরচুন বরিশালও একেবারে নিশ্চিত নয় নিজেদের নিয়ে। বিপিএলে সব দলই অন্তত ৭ ম্যাচ করে পার করেছে। ৯ ম্যাচ পার করেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। দল দুইটির পয়েন্ট টেবিলে অবস্থান যথাক্রমে ৬ষ্ঠ এবং ৫ম। সবার শেষে থাকা সিলেট স্ট্রাইকার্সের বাকি ৪ ম্যাচ। খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল খেলেছে ৭টি করে ম্যাচ। শীর্ষে থাকা রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস খেলেছে ৮টি ম্যাচ।
প্লে-অফের দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালোভাবে টিকে আছে বরিশাল এবং চিটাগাং কিংস। নিজেদের বাকি থাকা ম্যাচগুলো থেকে অন্তত ২ টি করে ম্যাচ জিতলেই প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলবে তারা। বন্দরনগরীর চিটাগাং কিংসের বাকি ম্যাচের প্রতিপক্ষ কিছুটা কঠিন। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ছাড়াও শন টেইটের দল খেলবে দুর্বার রাজশাহী আর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
অন্যদিকে ফরচুন বরিশালের জন্য বাকি আছে ৫ ম্যাচ। সেখান থেকে মাত্র দুটিতে জিততে হবে প্লে-অফ নিশ্চিত করতে। তাদের প্রতিপক্ষ ঢাকা, সিলেট, চিটাগাং এবং খুলনা। এর মধ্যে খুলনার বিপক্ষে দুটো ম্যাচ বাকি তাদের।
খুলনা টাইগার্স ৭ ম্যাচে ৩ জয় নিয়ে চতুর্থ স্থানে। প্লে-অফ নিশ্চিত করতে বাকি ৫ ম্যাচে অন্তত ৩টি জিততে হবে। তাদের প্রতিপক্ষ বরিশাল, সিলেট, রংপুর এবং ঢাকা। চিটাগাং এবং বরিশালের পর সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা তাদেরই।বাকি তিন দল দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের সামনে নিজেদের সবশেষ ম্যাচগুলো থেকে জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই। এদের মাঝে রাজশাহীর প্রতিপক্ষ কিছুটা কঠিন। শেষ তিন ম্যাচে দুবার তারা খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। ঢাকা এবং সিলেট দুই দলই ম্যাচ পাবে প্লে-অফের দৌড়ে মরিয়া হয়ে থাকা খুলনার বিপক্ষে।
সবমিলিয়ে লিগ পর্বের শেষ অংশে বেশ শক্ত এক প্রতিদ্বন্দ্বিতাই পাচ্ছে বিপিএল। রংপুর ছাড়া যেখানে বাকি ৬ দলই লড়বে প্লে-অফের তিন স্পটের জন্য।