নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থানায় আরেকটি মামলা হয়েছে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ ১৯৮ জনের উল্লেখ করা হয়েছে। একই মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের সবাই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে সৈয়দুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
এজাহার উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, গুলি ও লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা করে। এছাড়া ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল খান বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারার অপরাধ উল্লেখ করা হয়েছে। এটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।