ক্রীড়া ডেস্ক:
নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। গেলবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়।
এই বাসে করেই বাফুফেতে রওনা দিয়েছেন সাফজয়ী মেয়েরা। ছাদখোলা বাসে উঠে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন সাফজয়ীরা। বাসের সামনে রয়েছেন রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। বিদায়ী কোচ পিটার বাটলার রইলেন খানিকটা পেছনে।
এদিন বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। কোচ পিটার জেমস বাটলার বলেন, মেয়েদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। বাংলাদেশ টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। যা দেশের মানুষকে আনন্দ দিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে।
এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, নতুন ও পুরাতন কমিটির সবাইকে ধন্যবাদ। দলের সঙ্গে যারা সম্পৃক্ত এবং দলের সকল সদস্য সবাই অনেক আপ্লুত। আমাদের সাবেক সভাপতি সালাউদ্দিন সাহেব এবং তাবিথ আউয়াল স্যারসহ নতুন যে কমিটি আছে, এছাড়াও আমাদের সঙ্গে যারা আছেন, সকলের দোয়া এবং সমর্থনের কারণেই ব্যাক-টু-ব্যাক শিরোপা জিততে পেরেছি। অবশ্যই আপনাদের সকলের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না। দ্বিতীয়বারের মতো আমাদের এই আনন্দ। কিন্তু আমি প্রথমবারের মতোই ফিল করছি। প্রথমবারের মতো প্রচুর মানুষের সমাগম যা দেখে বোঝাই যাচ্ছে না যে দ্বিতীয়বার আমরা শিরোপা জিতেছি। তাতে এটা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতখানি ভালোবাসে। সকলের প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মেয়েদেরকে, যারা এভাবে শুরু থেকে শেষপর্যন্ত কঠোর পরিশ্রম করেছে। ধন্যবাদ সবাইকে।