
ক্রীড়া ডেস্ক:
রাউন্ড রবিন গ্রুপের বিশ্বকাপ বাছাইপর্ব। আসরে আছে স্বাগতিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। সেপ্টেম্বরে ভারত অনুষ্ঠেয় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে প্রতিটি ম্যাচই মহাগুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল জয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে চারে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি শামীমা আক্তার। জবাবে থাইল্যান্ড নারী ক্রিকেট দল ২৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের ওপেনিং জুটি অবশ্য ভালো হয়নি। ১৫ রানে প্রথম উইকেট হারায় জ্যোতির দল। এরপর ফারজানা হক ও তিনে নামা শামীমা ১০৪ রানের জুটি দেন। ফারজানা ৮২ বলে ৫৩ রান করে আউট হন। শামীমা ও চারে নামা জ্যোতি যোগ করেন ১৫২ রান। এর মধ্যে ৮০ বল খেলে জ্যোতি ইনিংসের শেষ বলে ১০১ রান করে আউট হন। তার ব্যাট থেকে ১৫টি চার ও একটি ছক্কা আসে। শামীমা ১২৬ বলে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে থাইল্যান্ড নারী ক্রিকেট দল বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন ও ডানহাতি অফ স্পিনার জান্নাতুল ফেরদৌসের তোপে পড়ে। ফাহিমা ৮.৫ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জান্নাতুল ৫ ওভারে বোলিং করে মাত্র ৭ রান দিয়ে নেন ৫ উইকেট। এর মধ্যে তিনটি মেডের ওভার করেন তিনি। থাইল্যান্ডের হয়ে ওপেনার নাতায়া বোচাথাম ১৭ ও চানিদা ছুথিরাং ২২ রান করেন। মিডলে অধিনায়ক নারুইমল চাইওয়া ১৫ রানের ইনিংস খেলেন।
ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপে ৮ দল অংশ নেবে। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বাকি দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে দুই দল বিশ্বকাপের টিকিট পাবে। বাছাইপর্বে অংশ নিচ্ছে ছয় দল। প্রতি দল একবার একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের ভিত্তিতে দুই দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্কটল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় বাংলাদেশের সামনে বিশ্বকাপের টিকিট পাওয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে।