বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে ফিরছেন পর্যটকরা

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

রাঙ্গামাটি প্রতিনিধি:

সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন সাজেকে আটকা পড়া সহস্রাধিক পর্যটক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় যৌথবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে পর্যটকবাহী শতাধিক পিকআপ-চাঁদের গাড়িসহ ১শ ৯টি মটরসাইকেলে করে অন্তত ১৪শ পর্যটক সাজেক থেকে ফিরতে শুরু করেছেন।
গত শনিবার ভোর থেকে ৭২ ঘণ্টার অবরোধের কারণে এসব পর্যটক সেখানে আটকা পড়ে। রাঙ্গামাটির সাজেকে আটকা পড়া ১৪শ পর্যটকের মধ্যে সোমবার দুপুরে পঞ্চাশ জন পর্যটক বেসরকারি ৪টি হেলিকপ্টার ভাড়া করে সাজেক ত্যাগ করে নিজ জেলায় ফিরেছেন।

এসব বিষয় নিশ্চিত করে বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার নিশ্চিত করে জানান, কমপক্ষে ৫০ জন পর্যটক ৪টি বেসরকারি হেলিকপ্টারে করে নিজস্ব ব্যবস্থাপনায় সোমবার সাজেক ছেড়েছে। অন্য পর্যটকদের বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি জেলা শহরে নিয়ে যাওয়া হচ্ছে।